বেনাপোল (যশোর): যশোরের শার্শায় হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া ছিনতাইকারী তুহিনকে (২০) ৪ ঘণ্টা পর আবারো আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে নাভরণ রেল স্টেশন এলাকা থেকে শার্শা পুলিশ তাকে আটক করে।
এর আগে রোববার (৩০ অক্টোবর ) রাত ১০টার দিকে তাকে ছিনতাইয়ের অভিযোগে শার্শার নাভরণ নিউমার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক তুহিন শার্শার যাদবপুর ডগের বাগান গ্রামের মতিয়ার রহমান নুনুর ছেলে।
পুলিশ জানায়, নাভারন নিউ মার্কেটের সামনে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই হয়েছে এমন খবর পেয়ে তুহিনকে তারা আটক করে। কিছুক্ষণ পর কৌশলে পালিয়ে যায় তুহিন। পরে অভিযান চালিয়ে তাকে আবার ও আটক করা হয়। এসময় তার কাছ থেকে ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
শার্শা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের অপরাধে মামলা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজেডএইচ/আরএ