সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে নকল লুঙ্গি ও লেবেলসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩১ অক্টোবর) ভোরে এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যবসায়ীরা হলেন-এনায়েতপুর গ্রামের ইমান আলী হাফেজের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও গোপীনাথপুর গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকের ছেলে আসাদুল ইসলাম (৪০)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বাংলানিউজকে জানান, কাপড় ব্যবসায়ী নুরুল ইসলাম ও আসাদুল দীর্ঘদিন ধরে ক্ষুদ্র তাঁতীদের কাছ থেকে লুঙ্গি কিনে হিমালয় কোম্পানির লেবেল লাগিয়ে বাজারজাত করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে শতাধিক লুঙ্গি ও ২ বস্তা লেবেল উদ্ধার করা হয়। এ সময় ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরএ