ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল উপজেলায় পৃথক দুর্ঘটনায় মুন্না ও কাজল নামে দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
মুন্না সদর উপজেলার গোয়ারপাড়ার মৃত আকতার খানের ও ছেলে ও কাজল রানীশংকৈল উপজেলার সিধলী গ্রামের আলাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্না বাইসাইকেলে করে ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের কচুবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সকাল ১১টায় রানীশংকৈল উপজেলা শহরের পাঁচপীর এলাকায় একটি ট্রাক পেছন থেকে কাজল নামে অপর এক বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি রানীশংকৈল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরএ