সিলেট: সিলেটের ওসমানী নগরের সাদিপুর থেকে রিপন আহমদ (২৫) নামে এক তরুণের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিপন উপজেলার পশ্চিমহাটি গ্রামের শাকির আলীর ছেলে।
সোমবার (৩১ অক্টাবর) দুপুরে ওই এলাকার সাদিখাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সকালে স্থানীয়রা সাদিখালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল চৌধুরী জানান, গত ২৮ অক্টোবর (শুক্রবার) রাতে রিপন একই গ্রামের সুমনের সঙ্গে নৌকায় করে মাছ ধরতে নদীতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর খবর পেয়ে পরিবারের লোকজন থানায় এসে নিহতের পরিচয় শনাক্ত করেন।
‘রিপনকে হত্যার পর মরদেহ পানিতে ফেলে দিয়ে সুমন পালিয়ে থাকতে পারে বলে ধারণা আমাদের। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। ’
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এনইউ/এমএ