ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩১ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৩০ অক্টোবর) ইংলিশরা ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬৪ রানেই গুটিয়ে যায়।
টেস্ট ইতিহাসে এবারই প্রথমবারের মতো ইংলিশদের হারানোর রেকর্ড গড়ে টাইগাররা।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/