ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ১২শ’ মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বরগুনায় ১২শ’ মিটার কারেন্ট জাল জব্দ

বরগুনা: বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি বাজার সংলগ্ন বিষখালী নদী থেকে ১২শ’ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

 

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দীন শেখ এ অভিযান পরিচালনা করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বিষখালীতে নদীতে অভিযান চালিয়ে ১২শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জেলেরা পালিয়ে যান। জব্দকৃত জালের দাম প্রায় ২৪ হাজার টাকা। পরে জালগুলো ফুলঝুড়ি বাজারের মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।