ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে ৬ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
কমলনগরে ৬ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ও চর মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।

 

সোমবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত পৃথক সংবাদ সম্মেলন করে প্রার্থীরা ভোট বর্জন করেন।

 

তারা হলেন- চর লরেন্স ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোসলেহ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মাস্টার আবুল কাসেম হওলাদার, চর মার্টিন ইউনিয়নের বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলী আহাম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মুসলিম উদ্দিন নূরী ও স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।

প্রার্থীরা বাংলানিউজকে বলেন, দুপুরে সরকার দলীয় লোকজন কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেন। এতে প্রার্থীরা নিজেরাই নিজের ভোট দিতে পারেনি। এছাড়াও প্রার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। যে কারণে আমরা ভোট বর্জন করেছি।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।