ঢাকা: জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে দীপনের স্ত্রী রাজিয়া রহমান জলি বলেন, দীপন হত্যা মামলায় যাকে ধরা হয়েছে তার বিচার করা হোক। জাতীয় স্বার্থে মূলহোতাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন, আমি সরকারের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।
এ সময় মার্কেটের সভাপতি নাজমুল আহসানসহ অন্যরা দীপন হত্যার দ্রুত বিচার দাবি জানান।
মানববন্ধনে মার্কেটের সহ-সভাপতি ইফেতখার হোসেন, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরএটি/এএটি/বিএস