লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য প্রার্থীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে পূর্ব চর লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সদস্য প্রার্থী আজাদ উদ্দিন, তার স্ত্রী সুপারা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী নয়ন আক্তার, তার স্বামী আবু তাহের ও অপর সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মরিয়ম আক্তারের ছেলে মারুফ হোসেন।
প্রিজাইডিং অফিসার মো. মোস্তফা বাংলানিউজকে জানান, কেন্দ্রের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজি/এসআই