ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে সদস্য প্রার্থীসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
কমলনগরে সদস্য প্রার্থীসহ আটক ৫

লক্ষ্মীপুর‍: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য প্রার্থীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে পূর্ব চর লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সদস্য প্রার্থী আজাদ উদ্দিন, তার স্ত্রী সুপারা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী নয়ন আক্তার, তার স্বামী আবু তাহের ও অপর সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মরিয়ম আক্তারের ছেলে মারুফ হোসেন।

প্রিজাইডিং অফিসার মো. মোস্তফা বাংলানিউজকে জানান, কেন্দ্রের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।