ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে আ’লীগ প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
পলাশবাড়ীতে আ’লীগ প্রার্থীর ভোট বর্জন

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আহমেদুল কবির রাঙ্গা ভোট বর্জন করেছেন।

 

সোমবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহমেদুল কবির রাঙ্গা উল্লেখ করেন, ভোট শুরুর পর জামায়াত-শিবির কর্তৃক ইউনিয়নের একমাত্র কেন্দ্র হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে নেয়।

এছাড়া ভোটে কারচুপি ও নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।