ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার

ঢাকা: রাজধানীর জনমানুষের কথা ও মতামত শুনতে ফেসবুক লাইভে আসছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
 
বুধবার (০২ নভেম্বর) রাত ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে থাকবেন তিনি।

সোমবার (৩১ অক্টোবর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক বিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেনে।

তিনি বলেন, এ সংক্রান্ত একটি পোস্ট ডিএমপির ফেসবুক পেজেও দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, ‘আপনার কথা ও মতামত শুনতে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ফেসবুক লাইভে আসছেন। বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত। পোস্টটি শেয়ার করুন আর চোখ রাখুন ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে’।

তিনি বলেন, রাজধানীতে বসবাসকারীরা তাদের যেকোনো সমস্যার কথা ফেসবুক কমেন্টের মাধ্যমে কমিশনারকে জানাতে পারবেন।

ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেইজ- https://web.facebook.com/dmpdhaka/

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসজেএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।