হবিগঞ্জ: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আইনজীবীর মাধ্যমে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন আরিফুল হক।
শুনানি শেষে দুপুরে বিচারক মো. তাবুল্লাহ আবেদন নামঞ্জুর করে আগামী ৮ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ ৫ জন। পরে ওই ঘটনায় জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআর