সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বিদেশি পিস্তলসহ মোতালেব হোসেন খান (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. হাসিবুল আলম এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ভোরে উপজেলার মাইঝাইল রান্ধুনীবাড়ী সড়কের মাইঝাইল বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মোতালেব কামারখন্দ উপজেলার চাঁদপুর গ্রামের মৃত সুজাবত আলী খানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ মোতালেবকে হাতেনাতে আটক করা হয়।
মোতালেব দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ অস্ত্র কেনা-বেচা করে আসছিলেন। এ ব্যাপারে বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজি/পিসি