ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে পায়ে শিকল বাঁধা তরুণের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
টঙ্গীতে পায়ে শিকল বাঁধা তরুণের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় পায়ে শিকল বাঁধা বায়েজিদ তালুকদার (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত বায়েজিদ নেত্রকোনার মাহবুব আলমের ছেলে।

 

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বাংলানিউজকে জানান, বায়োজিদ কয়েক বছর আগে টঙ্গীতে ফুটপাতে ব্যবসা করতেন। ওই সময় ফারুক নামে আরেক হকারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন বায়েজিদ। রোববার (৩০ অক্টোবর) পাওনা টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকৃতি জানান বায়েজিদ। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বায়েজিদকে পায়ে শিকল দিয়ে একটি কক্ষে আটকে রাখেন ফারুক।

‘সোমবার সকালে খবর পেয়ে ওই কক্ষ থেকে পায়ে শিকল বাধা ফ্যানের সঙ্গে ঝুলন্ত বায়েজিদের মরদেহ উদ্ধার করা হয়। ’

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই আবুল খায়ের।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬

আরএস/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।