ফরিদপুর: নিষেধাজ্ঞার পরও ফরিদপুরের সদরপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদে ইলিশ শিকারের দায়ে ইউপি সদস্যসহ ১১ জেলের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোকসানা রহমান এ আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা-আড়িয়াল খাঁ নদে রোববার রাতে ও সোমবার সকালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
নিষেধাজ্ঞার পরও ইলিশ শিকার ও নদীর ঘাট থেকে ইলিশ বিক্রির দায়ে ১১জনকে আটক করা হয়।
তারা হলেন- কাদের চাকলাদার (৬০), শেখ দুদু মিয়া (৬০), আমজেদ মাতুব্বর (৫০), মো. রাজন কাজী (৫৭), বিক্রয়কারী দোলোয়ার খলিফা (৩০), বিল্লাল শিকদার (২২), শুকুর মোল্যা (৪২), লাল চাঁন হাওলাদার (২৫), সিদ্দিক মোল্যা (২০) এবং ৪নং চর নাসিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফরহাদ কাড়াল (৩৮) ও সোহরাব মাল (৪২)।
এরমধ্যে সোহরাব মাল ছাড়া প্রত্যেককে ২৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আর অসুস্থ থাকায় সোহরাবকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ১০০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে স্থানীয় ঘাটে পুড়িয়ে দেওয়া হয়েছে।
আর জব্দ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএ/