পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ চৌরাস্তা বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৩১ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে তেল ব্যবসায়ী মহিউদ্দিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাজারের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএস/এজি