ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অসাধারণ জয়ের আনন্দে ভাসছে পুরো দেশ। একইসঙ্গে সবাই যেন মেতে উঠেছেন ‘সাকিব স্যালুটে’।
সাকিব ভঙ্গিতে এমন স্যালুট দিয়ে ফেসবুকে প্রোফাইল ছবি পরিবর্তনের জোয়ার শুরু হয়েছে। সেই জোয়ারে ভেসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বানির্কাটও।
সাকিব স্যালুটেই জয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন এই মার্কিন কূটনীতিক।
সোমবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে বার্নিকাটের স্যালুট ভঙ্গিমার একটি ছবি পোস্ট করে, তার পক্ষ থেকে ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দিত করা হয়েছে।
এদিকে, সেই স্যালুটের রহস্য উন্মোচন করেছেন সাকিব আল হাসান। টুইটারে তিনি লিখেছেন, এই সিরিজ খেলতে বাংলাদেশে আসার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ও ইংল্যান্ড দলকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের বিশ্বাস করার কারণে ইংল্যান্ডকে স্যালুট।
ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্টে ১০৮ রানের জয়ের ফলে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেপি/আইএ