ফেনী: ফেনীর সোনাগাজীতে একরামুল হক শরিফ (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউপির সোনাপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, নিহত শরীফ মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েকবার তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। সকালে বাড়ির সবার অজান্তে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম জানান, ব্যাপারটি খতিয়ে দেখবে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
পিসি