ঢাকা: রাজধানীর পান্থপথে একটি কলেজের ক্যান্টিনে রান্নার চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ দুইজন দগ্ধ হয়েছেন।
সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে পান্থপথের হামদর্দ পাবলিক কলেজের চতুর্থ তলার ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ওই ক্যান্টিনের বাবুর্চি হুজ্জাদ (৩৫) এবং তার সহকারী মো. রকিবুল ইসলাম (২৮)।
কলেজের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, কেরোসিন চুলাটি রান্নার সময় হঠাৎ বিস্ফোরিত হয়। এতে বাবুর্চিসহ দু’জন দগ্ধ হলে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে আগুনে রফিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আর হুজ্জাদের মুখ ও হাত পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএ/