ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
নন্দীগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।


 
উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মকবুল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
 
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একে আজাদ।
 
এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহা. মশিদুল হক, প্রকৌশলী দেলোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন কুমার, প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমবিএইচ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।