ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঘোড়াঘাটে বাসচাপায় ২ আদিবাসী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ঘোড়াঘাটে বাসচাপায় ২ আদিবাসী নিহত

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজার এলাকায় বাসের চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন।

 

সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ র্দুঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চট কাঠাল এলাকার মৃত মন্টু মাহাতের ছেলে পূরণ মাহাত (৩৪) ও একই এলাকার সাধন মাহাতের ছেলে সেভেন মাহাত (৩৪)।

দিনাজপুর ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে বগুড়া থেকে হিলিগামী একটি যাত্রীবাহী বাস ডুগডুগি বাজার এলাকায় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

নিহত দু’জনই আদিবাসী। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬ / আপডেট: ১৮২৪ ঘণ্টা
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।