মেহেরপুর: মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ ফরিদ আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ আহম্মেদ বিজন, ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদ ও সহকারী কমিশনার (ভূমি) শুভ্রা দাস।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিমল সিংহ বলেন, প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করতে না পারলে শিক্ষার্থীরা মাধ্যমিক পর্যায়ে ভালো ফলাফল করতে পারে না। তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দীন, পিরোজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু, প্রধান শিক্ষক নার্গিস পারভিন, খলিলুর রহমান, ইদ্রিস আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এনটি/এসআই