ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিশু নির্যাতনের ঘটনায় ব্যথিত বার্নিকাট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
শিশু নির্যাতনের ঘটনায় ব্যথিত বার্নিকাট

ঢাকা: সম্প্রতি দেশে শিশু ধর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

সোমবার (৩১ অক্টোবর) এক টুইট বার্তায় তিনি বলেন, নারী ও শিশুর ওপর সহিংসতা আড়াল করা কারোই উচিত নয়।


 
বার্তায় সম্প্রতি দুটি ভিন্ন ঘটনায় দুই শিশু ধর্ষণ সম্পর্কিত একটি প্রতিবেদন সংযুক্ত করেন বার্নিকাট।

রোববার রাজধানীর ভাটারা এলাকায় ১২ বছর বয়সী এবং শান্তিবাগ এলাকায় সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।
 
এর আগে, গত ১৮ অক্টোবর দিনাজপুরে এক শিশুকে ধর্ষণের পর ভয়াবহ নির্যাতন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।