নীলফামারী: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নীলফামারী জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদকবিরোধী আলোচনা সভা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সচেতনতামূলক এ আলোচনা সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব আবুল কালাম। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মো. জাকীর হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
সভায় মাদকের বিরুদ্ধে সচেতনা সৃষ্টি, মাদকাসক্ত শিক্ষার্থীদের মাদকের থাবা থেকে বিরত রাখা ও দেশে মাদকবিরোধী কায্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এসময় ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজি/এসআই