ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থগিত কেন্দ্রের ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ জব্বার (চশমা)।
সোমবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘোষণা দেন তিনি।
এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭৮০ মহিলা ১ হাজার ৬৮০।
এদিকে, ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে ইউসুফ আলী (২৪) ও সাইফুল ইসলাম (২৪) নামে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা জানান, স্থানীয় পাহাড় অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাদের এ দণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএএএম/এমএ