ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ভূমি আইন ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
নীলফামারীতে ভূমি আইন ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীতে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের নিয়ে ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক জাকীর হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমামসহ নীলফামারীর সব ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ কর্মশালায় ভূমি আইনের ঐতিহাসিক প্রেক্ষাপট, অর্পিত সম্পত্তি আইন, খাসজমি বন্দোবস্ত প্রক্রিয়াসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।