ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাবিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী বুধবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
রাবিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী বুধবার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রচনা ও পরিচালনায় নির্মিত তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী হবে।  

বুধবার (০২ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘জব’ চলচ্চিত্রের মাধ্যমে প্রদর্শনী শুরু হবে।

 

পরপর তিনটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনী থেকে আয় হওয়া অর্থ দিয়ে হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

রাবির ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী এস.ডি জুয়েলের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে জব চলচ্চিত্রটি। এতে নিম্নবিত্ত পরিবারের বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী এস.ডি জুয়েল, ইতিহাস বিভাগের লাবনী আক্তার, শাহিনুল ইসলাম সরকার, আলমগীর হোসেন, নাজমুল ইসলাম প্রমুখ।  

রাবি চলচ্চিত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী হীরক মুশফিক নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ঘুড়ি’। চলচ্চিত্রটিতে গ্রামীণ জীবনের গল্পে সম্পর্কের বেড়াজালে আবদ্ধ মা হারা এক বাঙালি তরুণীর জীবনী তুলে ধরা হয়েছে।  

তরুণীর প্রাপ্তি-অপ্রাপ্তি, হারিয়ে যাওয়া শৈশব। কর্মব্যস্ততায় মেয়ের প্রতি বাবার দায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ হয়। সমগ্র গল্প জুড়ে দেখানো হয়েছে উত্থান-পতন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কানাই লাল মণ্ডল, প্রিয়াংকা সাহা, তুহিন ইমরুল, বাহাউদ্দিন প্রমুখ।

রাবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শাকিলা মিম ‘ঝরা পাতার গান’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। কিশোরগঞ্জের দিলু বয়াতি নামে একজন ফোক সঙ্গীত শিল্পীর জীবনীর সঙ্গে সামঞ্জস্য রেখে কাহিনী রচনা করেছেন নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী হীরক মুশফিক।  

২০১৫ সালে তুরস্কে অনুষ্ঠিত ‘কিসাকা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে’ এটি প্রদর্শিত হয়। এছাড়া ঝরা পাতার গান প্রদর্শনীর মধ্য দিয়ে রাবিতে প্রথম কোনো নারী নির্মাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
পিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।