মিরাজের খুলনার খালিশপুরের বাসা থেকে: ইংল্যান্ড বধের নায়ক মেহেদি হাসান মিরাজ নিজ শহর খুলনায় ফিরেছেন। সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে খুলনার খালিশপুরের হাউজিং স্টেটের বিআইডিসি রোডের নর্থ জোন বি ব্লকের ৭ নং প্লটের নিজ বাসায় এসে পৌঁছান তিনি।
এ সময় খুলনাবাসীর ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হন ১৯ বছরের এই ক্রিকেটার। এ সময় ‘মিরাজ’ ‘মিরাজ’ স্লোগান দিতে থাকেন উপস্থিত ভক্তরা। মিরাজকে পেয়ে যেন ঈদের আনন্দ নেমে আসে খুলনায়।
সোমবার বিকেলের ফ্লাইটে যশোর হয়ে নিজ বাড়িতে পৌঁছান খুলনার এ সন্তান। মিরাজের বাড়িতে ফেরার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন বাবা মো. জালাল হোসেন, মা মিনারা বেগম, বোন রুমানা আক্তার মিম্মাসহ এলাকাবাসী। বাড়ি ঢুকেই বাবাকে জড়িয়ে ধরেন মিরাজ। আনন্দ ভাগাভাগি করতে পিছপা হননি স্থানীয়রাও। ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এলাকার সন্তানকে কাছে পেয়ে আনন্দে ভাসছে এখন গোটা খুলনা।
মিরাজকে দেখতে বিকেল থেকেই তার বাড়িতে অপেক্ষা করছিলেন ভক্তরা। মিরাজ বাড়িতে পৌঁছার পর নামে জনতার ঢল। চারদিকে শুধু যেন আনন্দ আর উৎসবের আমেজ।
এদিকে সোমবার রাত হয়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার এলাকাবাসীর সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন মিরাজ।
অভিষেক টেস্টের পারফরম্যান্স দিয়ে আগের প্রকাশিত র্যাংকিংয়ে মিরাজ উঠে এসেছিলেন ৬১তম স্থানে। আর পরের ম্যাচ খেলেই এক লাফে চলে এলেন ৩৩ নম্বরে। বাংলাদেশের ক্রিকেটের নতুন এই সেনসেশন অভিষেক টেস্টে চট্টগ্রামে নিয়েছিলেন ৭ উইকেট। ঢাকা টেস্টে নেন আরও ১২ উইকেট। দুই টেস্ট মিলিয়ে মোট পান ১৯ উইকেট। যা দুই টেস্ট সিরিজে বিশ্বের সেরা বোলিংয়ের রেকর্ড। দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হতে মিরাজ ভেঙেছেন ১২৯ বছরের পুরোনো রেকর্ড।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমআরএম/আরআই