সিলেট: সিলেটে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের পর বাংলাদেশে ফেরত আসার সময় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫)।
সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় সীমান্তের ১২৬৩ নং মেইন পিলারের তিন নম্বর সাব পিলার সংলগ্ন নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাইফুল গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের আব্দুল আজিজের ছেলে।
সিলেট বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির নায়েক হাফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন সাইফুল। বর্ডার ক্রস করে ফেরার পথে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছে দুই হাজার ৭শ ৫০ রুপি জব্দ করা হয়। সন্ধ্যায় তাকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এনইউ/আরআইএস/এসএনএস