বরিশাল: বরিশালের উজিরপুরে ইলিশ মাছ ধরার দায়ে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা এ আদেশ দেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার কালীর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইলিশ মাছ ধরার দায়ে তিনজনকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের এক বছর করে কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএস/এনটি