কক্সবাজার: কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলীকে দুই লাখ টাকা ঘুষ প্রস্তাব করায় জহির আহমদ নামে এক যুবককে (২৮) থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় তাকে পুলিশের হাতে তুলে দেন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
জহির আহমদ শহরের গাড়ির মাঠের মৃত ছৈয়দ আহমদের ছেলে।
পিডিবি সূত্র জানায়, দন্তচিকিৎসক ডা. মিজান দীর্ঘদিন যাবৎ তার কলাতলীর বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। ভাড়াটিয়াদের ১৪টি মধ্যে দু’টি মিটার অবৈধ হওয়ায় দুপুরে তাকে ৭ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার পরিমাণ কমাতে জহির দুই লাখ টাকা ঘুষ দিতে চাইলে নির্বাহী প্রকৌশলী থানায় অভিযোগ জানান। পরে পুলিশ ওই যুবককে আটক করে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ডা. মিজান জরিমানার ২ লাখ টাকা পরিশোধ করেছেন। বাকি টাকা চার কিস্তিতে পরিশোধ অঙ্গীকার করেছেন।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
টিটি/এটি