ঢাকা: রাজধানীর পান্থপথে হামদর্দ পাবলিক কলেজের চতুর্থ তলার ক্যান্টিনে রান্নার চুলা বিস্ফোরণে দগ্ধ বাবুর্চির সহকারী রকিবুল ইসলাম (২৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১ নভেম্বর) রাতে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে রান্নার সময় পাম্প করা কেরোসিনের চুলা হঠাৎ বিস্ফোরিত হলে ক্যান্টিনের বাবুর্চি হুজ্জাদ (৩৫) এবং তার সহকারী রকিবুল ইসলাম (২৮) দগ্ধ হন।
দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রকিবুল ইসলাম।
মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
** হামদর্দ কলেজ ক্যান্টিনের চুলা বিস্ফোরণ, দগ্ধ ২
বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এজেডএস/এটি