বরগুনা: বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে দুই কেজি গাঁজাসহ শ্রী লিটন চন্দ্র দাশ ও শ্রী সুমন চন্দ্র দাশ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া এলাকায় গ্রাম পুলিশ ও তালতলী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক দু’জনের বাড়ি পচাকোড়ালিয়া এলাকায়।
তালতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে হাজির করা হবে।
বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এটি