ঢাকা: রাত তখন দেড়টা। রাজধানীর তাঁতীবাজার, শাঁখারী বাজার এলাকায় কোথাও হিন্দি, কোথাও বাংলা গান বাজছে।
কয়েক গজ দূরে দূরে পূজামণ্ডপ- ভক্তদের ভিড়। তাদেরই একজন সীমা রানী। বাংলানিউজকে সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘এই পূজায় আমরা অনেক আনন্দ করি। সারারাত বাইরে থাকা হয়। ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি, শুভকামনা করি’।
ন্যায়ের জয় আর পারলৌকিক আঁধার সরিয়ে ফেলার কামনায় শনিবার শুরু হয় শ্যামা পূজা। মঙ্গল শিখা জ্বালানো হয় গৃহে গৃহে, আরতির পাশাপাশি অতিথি আপ্যায়ন করা হয়।
বনগ্রাম রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, ঠাঁটারীবাজার শিবমন্দির, বিহারীলাল জিউ মন্দির, গৌতম মন্দির, লক্ষ্মীবাজার, তাঁতীবাজার ও শাঁখারীবাজারে সনাতন ধর্মাবলম্বী ছাড়াও নানা ধর্মবিশ্বাসীরা এই উৎসবে যোগ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসএম/এটি