হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকর সেনা গ্রামে পাহাড় ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নিশাকুড়ি গ্রামের মাসুক মিয়া (৪৫) ও খায়েস্তগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সামছুল হক (৩৫)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, রাতে মাসুক ও সামছুলসহ কয়েকজন পাহাড়ের মাটি কাটছিলেন বলে ধারণা করা হচ্ছে। এসময় হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়লে মাসুক ও সামছুল চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃ্ত্যু হয়। খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬/আপডেট: ১০৩২ ঘণ্টা
এসআই