মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে নিজ কক্ষ থেকে সানোয়ারা খাতুন (৫০) নামে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
মৃত সানোয়ারা খাতুন দারিয়াপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের স্ত্রী।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে সানোয়ারা খাতুনের স্বামী মারা যান। একমাত্র ছেলে অন্যত্র বসবাস করেন।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসআর