সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (৩১ অক্টোবর) রাতের কোনো এক সময় বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ফাতেমা উপজেলার রেহাইশুড়িবেড় গ্রামের মৃত আকছেদ আলীর স্ত্রী।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে আব্দুস সামাদ ও পুত্রবধূকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরবি/পিসি