মুন্সীগঞ্জ: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা।
মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ সার্কিট হাউসের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, এ অঞ্চলের উন্নয়নের স্বার্থে প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করবে।
এ সময় মুন্সীগঞ্জ এডিসি জেনারেল (সার্বিক) হারুণ-উর-রশীদ, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া জাহান, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী দীপু, সাধারণ সম্পাদক ভবতোয় চৌধুরী নুপুর, সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সাংবাদিক লাবলু মোল্লা, সেতু ইসলাম, মামুনুর রশীদ খোকা, সুজন হায়দার জনি, মঈনউদ্দিন সুমন, জসীমউদ্দিন দেওয়ান, শিহাবুল হাসান, মাহমুদুল হাসান, নুরুন্নবী মুন্না, আনোয়ার হোসেন আনু, নাদিম মাহমুদ, জুয়েল রানা, হাসান জুয়েল, আল-মামুন, ফটো সাংবাদিক সুমিত সরকার, রাজীব বাবু ও মহসিন পাঠান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এজি/পিসি