জামালপুর: জামালপুরের মেলান্দহের পশ্চিমবুরুঙ্গা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় খোকন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর-মেলান্দহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খোকন সকালে ব্যবসার কাজে মোটরসাইকেলে জামালপুর যাচ্ছিলেন। পথে পশ্চিমবুরুঙ্গা এলাকায় পৌঁছালে জামালপুরগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একই সময় জামালপুর থেকে আসা আরেকটি ট্রাক উল্টোপথে ক্রসিং করছিল। এ সময় খোকন পিকআপ ভ্যান ও ট্রাকের মাঝখানে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মেলান্দহে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এজি/পিসি