ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯টি চোরাই গাড়িসহ বিল্লাল হোসেন (৪৬) নামে গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩১ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
তিনি বলেন, বিল্লাল হোসেনের দেয়া তথ্যানুযায়ী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি মাইক্রোবাস, তিনটি পিকআপ ও দু’টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
আব্দুল বাতেন বলেন, এর আগেও গাড়ি চুরি ও মূল্যবান গাড়ির পার্টস চুরির অপরাধে বিভিন্ন থানায় বিল্লালের বিরুদ্ধে ২৬টি মামলা ছিলো। এসব মামলায় বেশ কয়েকবার কারাগারেও যায় সে। কিন্তু জামিনে মুক্তি পেয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ে।
উদ্ধার হওয়া গাড়িরগুলোর চেসিস নাম্বার- ১। KM360081172. ২। KM510042194 ৩। YM300041166 ৪। B1153G0385 ৫। KM30-0010758 ৬। MAT42110529RO4337 ৭। MAT491006C1R26896 ৮। VCV10-0210047 ৯। 151673।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
পিএম/জিপি/আরআই