ঢাকা: রাজধানীর মতিঝিলে অভিযান চালয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ জুয়েল ওরফে ফুটবল জুয়েল (২২) নামে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ছয়টায় মতিঝিলের এজিবি কলোনি থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (০১ নভেম্বর) ডিএমপি’র সিনিয়র সহকারী কমিশনার (এসি, মিডিয়া) এএসএম হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, আটক জুয়েলের বাসা শ্যামপুর থানার মীরহাজারীবাগ এলাকায়।
তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
পিএম/জিপি/এসএনএস