ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (০১ নভেম্বর) সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে ৪৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ৪শ ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০৪ গ্রাম হেরোইন, ৫৬ কেজি ২শ গ্রাম গাঁজা, এক হাজার ৪শ ৪০ পিস ইনজেকশন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই সহকারী পুলিশ কমিশনার।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসটি/আরআইএস/এসএনএস