মৌলভীবাজার: মৌলভীবাজার পৌর শহরের রঘুনন্দনপুর এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০১ নভেম্বর) ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে।
আশরাফুল আলম খান বাংলানিউজকে জানান, ভোরে ৭-৮ জন মুখোশধারী ডাকাত গ্রিল কেটে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে। এ সময় ডাকাতরা ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ বাংলানিউজকে জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও ডাকাতদের ধরতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এজি/পিসি