নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ডাকাত দলের প্রধান শরীফসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ সময় ডাকাতি করা সাত লাখ টাকার ভৌজ্য তেল, নগদ ১০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন ও দু’টি ছুরি উদ্ধার করা হয়।
সোমবার (৩১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার কাঞ্চন ব্রিজের দক্ষিণ পাশে সিটি বালু মহলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটকরা হলেন- রিয়াদ ওরফে শরীফ (২৯), মো. আরিফ (২৫) ও মো. বকুল মিয়া (২৭)। তারা সবাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকার বাসিন্দা।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম পিপিএমের নেতৃত্বে এসআই গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর, মোল্লা টুটুল ও এ এসআই নাজিমউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাঞ্চন ব্রিজের দক্ষিণ পাশে সিটি বালু মহল নামক স্থানে অভিযান পরিচালিত হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের প্রধানসহ তিনজনকে আটক করা হয়।
পরে তাদের তথ্য মতে ডাকাতি করা ৩৯টি সয়াবিন তেল ভর্তি ড্রাম, নগদ ১০ হাজার টাকা ও ছয়টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দু’টি ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
জিপি/এমজেএফ