নাটোর: নাটোরের নলডাঙ্গায় মাংস বিক্রিতে প্রতারণার দায়ে জয়নাল হোসেন (৪০) নামে এক কসাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান এ দণ্ডাদেশ দেন।
কসাই জয়নাল হোসেন নলডাঙ্গা পৌরসভার ব্রহ্মপুর পূর্বপাড়ার বাসিন্দা।
তিনি নলডাঙ্গা হাটে শনিবার ও মঙ্গলবার মাংস বিক্রি করেন। কিন্তু প্রায়ই খাসির মাংস বলে বকরির মাংস বিক্রি করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুপুরে জয়নালের মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এনটি