সাভার (ঢাকা): সাভারের আড়াপাড়ায় ১০ বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (৩১ অক্টোবর) রাতে ওই শিশুকে একটি বাড়িতে নিয়ে গণধর্ষণ করে এলাকায় কয়েকজন বখাটে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় শিশুটিকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর০১, ২০১৬
এনটি