গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক্টর (পাওয়ার টিলার) চাপায় আব্দুস সোবহান (২৯) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সাইকেলের আরেক আরোহী আনোয়ারুল মিস্ত্রি (২৯)।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান জেলার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
আহত আনোয়ারুল একই গ্রামের বদিউজ্জামানের ছেলে। তিনি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পলাশবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রউফ বাংলানিউজকে জানান, বিকেলে আব্দুস সোবহান ও আনোয়ারুল বাইসাইকেলে করে উপজেলার ঠুঠিয়াপুকুর থেকে পলাশবাড়ী শহরে যাচ্ছিলেন। পথে রাইসমিল এলাকায় দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। এ অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সোবহানের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসআই