সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমারে চার খাবারের দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ ও পচা-বাসি খাবার রাখার দায়ে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন বাংলানিউজকে বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার রাখার দায়ে উপজেলার চিলাহাটি বাজারে দু’টি খাবার হোটেলের মালিককে আড়াই হাজার টাকা করে পাঁচ হাজার টাকা, গালামাল ও কনফেশনারি দোকানের মালিককে সাড়ে তিন হাজার টাকা করে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরবি/পিসি