ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে ৪ খাবারের দোকান মালিককে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
ডোমারে ৪ খাবারের দোকান মালিককে জরিমানা

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমারে চার খাবারের দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ ও পচা-বাসি খাবার রাখার দায়ে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন বাংলানিউজকে বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার রাখার দায়ে উপজেলার চিলাহাটি বাজারে দু’টি খাবার হোটেলের মালিককে আড়াই হাজার টাকা করে পাঁচ হাজার টাকা, গালামাল ও কনফেশনারি দোকানের মালিককে সাড়ে তিন হাজার টাকা করে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।