জামালপুর: জামালপুরের মেলান্দহ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহছানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মেলান্দহের সাধুপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ বাংলানিউজকে জানান, গত ৩১ অক্টোবর নয়ানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের জয়-পরাজয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। বিকেলে আহাছান সাধুপাড়া হাইস্কুল মাঠে গেলে পাঁচ/ছয়জন যুবক এলোপাতারি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, খবর পেয়ে জামালপুরের সার্কেল এসপি মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার হালিমুল ইসলাম বাংলানিউজকে জানান, অপরাধীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এজি