মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রসহ রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ব্রিজের কাছ থেকে তাকে আটক করা হয়।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দেব নাথ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পৌরসভার ধুমঘাট ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ রফিকুলকে আটক করা হয়।
এ ঘটনায় রফিকুলের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরবি/